হংসেশ্বরী পড়লাম ।
বইটা হতাশ করেনি। অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে উনিশ শতকের মাঝামাঝি বাংলার ছবি বেশ ভালো ফুটে উঠেছে। লোকভাষা, প্রশাসন, জমিদারবাড়ির জীবন, সতী প্রথা নিয়ে লোক এর মনোভাব, রামমোহন রায়, বর্গী ডাকাত। খানিক গল্প এবং খানিক ডকুমেন্টারি মিশিয়ে ভালই লেখা হয়েছে।
বেশ কিছু নাটকীয় মুহূর্ত ও রয়েছে। তামিল সিনেমা তে হিরো শট বলে একটা ব্যাপার থাকে। যখন নায়ক কে প্রথম পরিচয় করানো হয়। একটা রোমহর্ষক ঘটনা বা ডায়ালগ দিয়ে। হংসেশ্বরী তে তার থেকে ও বেশি নাটকীয় রামমোহন এবং উইলিয়াম কেরির প্রথম সাক্ষাৎ।
নারায়ণ সান্যাল প্রথম পড়ি কলেজ এ, বন্ধুদের কথা শুনে। আম্রপালি, বিশ্বাসঘাতক। তখন থেকেই ওর লেখার প্রতি একটা টান এসেছে। তা ছাড়া বাংলা আর তার ইতিহাস নিয়ে আমার সব সময় ই একটা আগ্রহ আছে। তাই বই টা ধরেছিলাম। যদি আপনার বাংলার ইতিহাসের উপর টান থাকে, তাহলে এই বইটি পড়তে বিশেষ অনুরোধ করবো।
No comments:
Post a Comment